বদরুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: “বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু প্রতিকৃতিই নয়, বাংলাদেশের প্রতিচ্ছবি” শ্লোগানকে অন্তরে ধারণ করে জাতির পিতার ভাস্কর্য সম্পর্কে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ও জঙ্গীবাদ, মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঠাকুরগাঁও জেলা যুবলীগ।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল। বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক সভাপতি ও বর্তমান ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. অরুণাংশু দত্ত টিটো, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, সহ-সভাপতি আব্দুস শহীদ বাবু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর যুবলীগের আহ্বায়ক আমির হোসেন রুবেল প্রমুখ।
বক্তারা, বিভিন্ন ইসলামী রাষ্ট্রে সেসব রাষ্ট্রপ্রধানের ভাস্কর্য রয়েছে উল্লেখ্য করে বলেন কথিত কিছু আলেম আলামা ভাস্কর্য ও মূর্তিকে একই চোখে দেখছে। কাজেই বাংলার জমিনে জাতির পিতা বন্ধবন্ধু শেখ মুজিবর রহমানের ভাস্কর্য যে কোন মূল্যে নির্মানের ঘোষনা দেন।