বিনোদন ডেস্ক:করোনা ভাইরাসের আতংক এখন বিশ্বজুড়ে সবার মনে।আর এই আতংক আলাদের বাধ্য করছে প্রতিনিয়ত নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে। চার দেয়ালের অভ্যন্তরে এখন জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। খানিকটা অসম্ভব হয়ে উঠেছে এভাবে বাস করা। অনেকের তৈরি হচ্ছে ডিপ্রেশনও। কোনো স্বাভাবিক মানুষ এভাবে দিনের পর দিন বন্দী থাকতে পারে না।
তবে আমরা চাইলেই এই হতাশাকে আনন্দে রুপান্তর করতে পারি। করার মতো কাজ আছে অনেক এখন। আমরা নিম্নলিখিত কাজ গুলো করতে পারি এই কোয়ারেন্টিনে :
# নানান গল্পের বই পড়তে পারি আমরা এই সময়ে। এতে আমাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটার পাশাপাশি মন প্রশস্ত হবে, আমাদের চিন্তাশক্তিরও বিকাশ ঘটবে।
# ছবি আকার সহস্র পদ্ধতি আছে, আমরা যারা ছবি আকতে ভালোবাসি তারা না জানা পদ্ধতিগুলো আয়ত্তে আনতে পারি আর এ বিষয়ে আমরা ইউটিউব এর সহায়তা নিতে পারি এবং ইন্টারনেট থেকেও বিভিন্ন পিডিএফ বা ই-বুক ডাউনলোড করে শিখতে পারি। এভাবে আমাদের স্কিল আরো বাড়বে এবং মানসিক শান্তি লাভ করবো।
# ঘরে বসে আমরা গান চর্চা করতে পারি বিনা বাধা বিপত্তিতে।
# গান চর্চার পাশাপাশি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো শিখতে পারি। এজন্যে আমাদের সাহায্য করবে ইউটিউব ও ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন পিডিএফ ও ই-বুক।
# ঘরে বসে চেষ্টা করতে পারি দেশি-বিদেশি বিভিন্ন খাদ্য রেসিপি।
# যারা শহরে বাস করি, আমরা বারান্দা বা ছাদে ফুলের বাগান করতে পারি, বাগান বিলাসী মন তথা সবসময়ই প্রফুল্লিত। বাগান করার শখ থাকলে আমরা সর্বদা পরিচ্ছন্ন বায়ুতে বাস করার সুযোগ পাবো।
# ইংরেজি সহ বিভিন্ন ভাষা শিখতে ও অনুশীলন করতে পারি।
# আমরা যারা শিক্ষার্থী , তারা প্রতিদিন রুটিন করে বইগুলো পড়ে শেষ লরতে পারি এর ফলে আমরা পড়ায় পিছিয়ে পড়বো না।
# দৈনিক রুটিন করে অবশ্যই ব্যায়াম চর্চা করতে পারি, যেহেতু আমরা বাহিরে যেতে পারি না, কর্মশালায় যেতে পারি না ফলে আমাদের স্বাস্থ্যের চরম অবনতি ঘটছে। তাই যথাসম্ভব প্রায় ১ ঘন্টা ব্যায়াম করতে পারি।