প্রায় ছয় মাস ধরেই টানা বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের শেয়ারের দাম। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দামবৃদ্ধিকে অস্বাভাবিক বলে আখ্যায়িত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
এ কারণে বিনিয়োগকারীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়েছে ডিএসই। ইসলামী ইন্স্যুরেন্স কর্তৃপক্ষের দেয়া তথ্যের ভিত্তিতে এই সতর্কবার্তা দেয়া হয়েছে।
সোমবার (৭ ডিসেম্বর) ডিএসই থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে, সম্প্রতি ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দাম অস্বাভাবিক বেড়েছে। এই অস্বাভাবিক দামবৃদ্ধির পরিপ্রেক্ষিতে কোম্পানিটির কর্তৃপক্ষ বলছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ৫ জুলাই ইসলামী ইন্স্যুরেন্সের প্রতিটি শেয়ার দাম ছিল ২০ টাকা। যা টানা বেড়ে ৬ ডিসেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ৫০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দাম বেড়েছে ১৫০ শতাংশ।
সম্প্রতি ইসলামী ইন্স্যুরেন্স প্রকাশিত চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বরের আর্থিক প্রতিবেদনে তাদের মুনাফায় বড় উন্নতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
উল্লেখিত সময়ে শেয়ারপ্রতি তারা মুনাফা করেছে ৬৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৫ পয়সা। অর্থাৎ, গত বছরের তুলনায় কোম্পানিটির মুনাফা বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।
জুলাই থেকে সেপ্টেম্বর প্রন্তিকে মুনাফায় বড় উন্নতি হওয়ায় চলতি বছরের ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর) ব্যবসায়ও মুনাফায় উন্নতি হয়েছে। এই ৯ মাসে শেয়ার প্রতি মুনাফা হয়েছে ১ টাকা ৪১ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ১ টাকা ১৫ পয়সা।