মোঃতায়েফ তালুকদারঃ
রাত১টা বেজে ৩০মিনিট, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন’র মুঠোফোনে কল দিয়ে করোনাদূর্যগে কর্মহীন হয়ে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন রমাগঞ্জ ইউনিয়ন ৮নং ওয়ার্ড এলাকার এক মাদ্রাসা শিক্ষক। মানবতার ডাকে সারাদিনের ক্লান্তি ভুলে সাথে সাথেই ৩০ কেজি চাল, ২ কেজি ছোলা,১ কেজি মুরি,২ কেজি চিনি,২ কেজি চিরা,২ কেজি খেজুর গাড়িতে তুলে
আজাহার রোডে জলিল সিকদার বাড়ীতে ওই মাদ্রাসা শিক্ষকের বাড়িতে হাজির হন অসহায়ের এমপি শাওন। খাদ্য সামগ্রী হাতে নিজের ঘরের দরজায় এমপি শাওন কে দেখে খুশিতে দু চোখ বেয়ে অশ্রু ঝরছিল ওই শিক্ষকের। দু হাত আল্লাহর দরবারে তুলে প্রাণ ভরে দোয়া করলেন।
এসময় মাদ্রাসা শিক্ষকের হাতে নগদ ৫ হাজার টাকা তুলে দেন এমপি শাওন।
করোনাভাইরাসের লকডাউন এর কারণে গত কয়েকদিন যাবত পরিবার নিয়ে মানবেতর দিন জাপন করছিল মাদ্রাসা শিক্ষকের পরিবারটি। শুধু মাদ্রাসা শিক্ষক নন, এভাবেই নিজের জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে লালমোহন- তজুমদ্দিনের মানুষের পাশে থাকতে প্রতিদিনই ক্লান্তিহীন ছুটে চলছেন আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।