সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী ব্যুরোঃ রাজশাহী নগরীতে করোনায় অর্থিকভাবে বিপদগ্রস্থ ও অসহায় ৪’শ পরিবারসহ প্রায় ৫’শ রোজাদারের মাঝে প্রতিদিন ইফতারী বিতরণ করছেন বিশিষ্ট সমাজসেবক আজিজুল আলম বেন্টু। পবিত্র মাহে রমজানের প্রথম দিন তিনি এই জনসেবা মুলক কার্যক্রম শুরু করেন।
“আমরা নতুন প্রজন্মের” পৃষ্টপোষক ও নগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু বলেন, মানবিকতা ও সমাজের কাছে দায়বদ্ধতার জায়গা থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে থাকি। এর অংশ হিসেবে করোনা পরিস্থিতি মোকাবেলায় কর্মহীন অসহায় পরিবারগুলোকে সহায়তা দিয়ে আসছি। পাশাপাশি রমজান মাসজুড়ে নগরীর হড়গ্রাম ও এর আশপাশের এলাকার পরিবারগুলোর মাঝে ইফতার সামগ্রী দেয়া হবে। এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। পরে কোর্ট স্টেশন মোড়ে সামাজিক দুরত্ব বজায় রেখে তিনি প্রায় শতাধীক পথচারির হাতে ইফতারী সামগ্রী তুলে দেন।
সংগঠনটির তালিকা অনুযায়ী অষ্টম দিনের মতো আজ শনিবার তিনি অর্ধশত বিপদগ্রস্থ ও অসহায় দুস্থ মানুষের হাতে চাল, ডাল, আলু, তেল ও সাবান তুলে দেন। প্রতিদিন নির্ধারিত লিষ্ট অনুযায়ী প্রতি পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী ইফতার সামগ্রীর প্যাকেট তৈরি করা হয়। এর পর ইফতারের আগেই তা কর্মহীন পরিবারগুলোতে পৌছানো হয়।
ইফতার বিতরণ কাজে সহযোগিতা করেন আমরা নতুন প্রজন্মের-সদস্য সচিব জাহাঙ্গীর আলম কনক, সদস্য হাসিবুর রহমান শাওন, জন রাসেল, মাসুদ, কাউছার আলী, সোহেল রানা, সুমন প্রমুখ।