প্রত্যয় ইউরোপ ডেস্ক : শেষ পর্যন্ত তৃতীয় দফা লকডাউন ঘোষনা করা হলো ইংল্যান্ডে। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে দৈনিক সংক্রমণের বার ৫০ হাজার থেকে ক্রমশঃই উপরের দিকে উঠতে থাকায় বিশেষজ্ঞ সহ সকল মহল থেকেই কঠোর বিধিনিষেধ আরোপের জন্য সরকারের ওপর চাপ দেয়া হচ্ছিলো।
সোমবার বৃটিশ সময় রাত ৮টায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষনে যুক্তরাজ্যের প্রধান মন্ত্রী বরিস জনসন প্রত্যাশিত ঘোষনাটি দেন যে, ইংল্যান্ড তৃতীয় দফা লকডাউনে প্রবেশ করবে, যার অর্থ হলো সরকার সবাইকে “অবশ্যই ঘরে থাকার” নির্দেশ দিচ্ছে এবং আগামীকাল মঙ্গলবার থেকে ফেব্রুয়ারীর হাফটার্ম পর্যন্ত সকল স্কুল বন্ধ হয়ে যাবে।
ভাষনে বরিস বলেন, আগামী সপ্তাহগুলি আরো কঠিন হবে। আমি আজ রাতে এমন এক পরিস্থিতিতে আপনাদের সাথে কথা বলছি, যখন আমাদের হাসপাতালগুলো মহামারী শুরু হওয়ার পর থেকে এবার সবচেয়ে বেশি চাপের মধ্যে রয়েছে।