চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলায়মান সেলিমের মৃত্যুতে ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী মৃত্যুবরণ করায় নির্বাচন বিধিমালা-২০ অনুযায়ী ওই ওয়ার্ডে কাউন্সিলর পদে সব ধরনের নির্বাচন স্থগিত ঘোষণা করা হলো।
জানা গেছে, গত সোমবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কাউন্সিলর প্রার্থী তারেক সোলায়মান সেলিম। তিনি বোনক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। তারেক সোলায়মান সেলিম চারবার আলকরণ ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ছিলেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের প্রাক্তন ছাত্র তারেক সোলায়মান সেলিম। তার বাবা মোহাম্মদ ছালেহ আলকরণ ওয়ার্ড আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।
১৯৭৮ সালে তারেক সোলায়মান আলকরণ ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি হন। পরে তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।