নির্বাচনকালীন সময়ে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে মাঠে নেমেছে রেড ক্রিসেন্ট চট্টগ্রাম। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তত্ত্বাবধানে আন্তর্জাতিক রেড ক্রস রেড ক্রিসেন্ট কমিটি (ICRC) সহযোগীতায় রেড ক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের আয়োজনে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের স্বেচ্ছাসেবকদের বাস্তবায়নে First Aid on Other Situation of Violence (OSV) কর্মসূচীর আওতায় চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে যে কোন অনাকাক্ষিত পরিস্থিতিতে যেকোন শ্রেনীর পেশার মানুষকে গুরুতর আহত বা অসুস্থ রোগীকে এ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য আজ ২২ জানুয়ারী থেকে আগামী ৭ দিন ব্যাপী নগর জুড়ে রেড ক্রিসেন্টের জরুরী প্রাথমিক চিকিৎসা সেবা কার্যক্রম চালু থাকবে। কার্যক্রমটির আওতায় দুইটি মাইক্রোবাস এবং একটি এ্যাম্বুলেন্সে করে রেড ক্রিসেন্টের ১০ জন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক ২ টি টিমের মাধ্যমে নগর জুড়ে এ জরুরী চিকিৎসা সেবা প্রদান করবে।
প্রথম দিনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট চট্টগ্রামের সিটি ইউনিটের সেক্রেটারী আব্দুল জব্বার। আরো উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সিটি ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য ও সিনিয়র যুব সদস্য সাফকাত জাহান, যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রামের যুব প্রধান মোঃ ইসমাইল হক চৌধুরী, স্বাস্থ্য ও সেবা বিভাগীয় প্রধান জনি চৌধুরী, ক্রীড়া, প্রচার ও প্রকাশনা বিভাগীয় কৃষ্ণ দাশ সহ যুব স্বেচ্ছাসেবকরা।