1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

বাগমারায় কৃষকদের মাঝে ধান কাটা মাড়াই ঝাড়া ও প্যাকেটজাত করা মেশিন বিতরণ

  • Update Time : বুধবার, ৬ মে, ২০২০
  • ১৯৬ Time View

সেলিম সানোয়ার পলাশ, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাগমারায় ৫০% ভর্তুকী মূল্যে কৃষকদের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে। অল্প সময়ে কম খরচে অধিক জমিতে ধান কাটা, মাড়াই এবং পরিষ্কার করে বস্তাবন্দী করার একটি আধুনিক যন্ত্র হচ্ছে এই কম্বাইন হারভেস্টার। চলতি বোরো মৌসুমে এই মেশিন দিয়ে কৃষকের ধান কাটা ও মাড়াই শুরু করা হয়। চলতি মৌসুমে উপজেলায় দুইজন কৃষককে ১৪ লক্ষ টাকায় ৫০% ভর্তুকি মূল্যে কম্বাইন হারভেস্টার মেশিন দেওয়া হয়। উপজেলা কৃষি অফিসা জানান,করোনা মহামারির এই সময়ে মানুষ ঘর থেকে বের হতে পারছে না। সে সময় শ্রমিক সংকট ও আবহাওয়া খারাপ থাকার কারণে কৃষক ধান কাটতে হিমসিম খাচ্ছে। তাই সরকার (৫০% ভর্তুকিতে) কৃষকের মাঝে কম্বাইন হারভেস্টার হারভেস্টার মেশিন বিতরণ করছে। যা দিয়ে অতিঅল্প সময়ে কৃষক ধান ঘরে উঠাতে পারবে। ২০১৯-২০ অর্থ বছরের উন্নয়ন সহায়তার আওতায় ১৪ লক্ষ টাকা মূল্য ধরে ৫০% ভর্তুকিতে উপজেলায় দুইজন কৃষককের মাঝে কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়েছে।

এর একটির দাম ২৯ লাখ ৫০ হাজার,অপরটি ২৮ লাখ ৫০ হাজার টাকা। এ মেশিন দিয়ে প্রতি ঘণ্টায় ধান কাটা যাবে এক একর এর জন্য ডিজেল খরচ হবে মাত্র ৮ লিটার। তাই অতি অল্প সময় ও কম খরচে কৃষক তার ধান ঘরে উঠাতে পারবে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্বরে ২টি কম্বাইন হারভেস্টার বিতরণ করা হয়। এর একটি শুভডাঙ্গা ইউনিয়নের বাঁইগাছা গ্রামের কৃষক আব্দুল হাকিমের নিকট অপরটি বাসুপাড়া ইউনিয়নের গোপালপুর গ্রামের কৃষক মোস্তফার নিকট। এসময় উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য রাখেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার সাউফ আব্দুল্লাহ, উপজেলা কৃষক লীগের সভাপতি এমদাদুল হক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..