প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, সাবেক সভাপতি ও দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, প্রদীপ ভট্রাচার্য শংকর, সাধারণ সম্পাদক আরিফ রেহমান, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আমজাদ হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক জে এম রউৃফ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, সাধারন সম্পাদক গনেশ দাশ, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন বগুড়ার সভাপতি এম আর সাইন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন বগুড়ার সভাপতি মাসুদুর রহমানর রানা, সাধারণ সম্পাদক জি এম সজল এক যৌথ বিবৃতিতে বগুড়া প্রেসক্লাব সম্পর্কে আব্দুল মান্নান আকন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর, মানহানীকর ও অশালীন বক্তব্য দেয়ায় তীব্র নিন্দা জানিয়েছেন।
বিবৃতিতে আব্দুল মান্নান আকন্দের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলা হয়, ঔ ব্যক্তি দীর্ঘদিন ধরে বগুড়া প্রেসক্লাব, জেলা প্রশাসনের কর্মকর্তা, সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আপত্তিজনক বক্তব্য প্রদান করছে। যা অত্যন্ত দু:খজনক ও নিন্দনীয়। তার বিরুদ্ধে এখনই আইনগত ব্যবস্থা নেয়া জরুরী হয়ে পড়েছে। নেতৃবৃন্দ বলেন, যে মত প্রকাশের নামে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সন্মান ক্ষুন্নকর যে কোন ধরনের বক্তব্য গ্রহনযোগ্য হতে পারেনা। এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার জন্য আহবান জানানো হচ্ছে এবং তার সম্পর্কে সকলকে সজাগ থাকারও আহবান জানানো হয়।