দৈনিক প্রত্যয় ডেস্কঃ ১০ মে থেকে শপিং মল খোলার সরকারি নির্দেশনা থাকলেও চট্টগ্রাম নগরীর আটটি শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ী সমিতির নেতারা। শুক্রবার (৮ মে) বিকালে নগরীর প্রবর্তকের মিমি সুপার মার্কেটে জরুরি বৈঠকে তারা এ সিদ্ধান্ত নেন।
ফিনলে স্কয়ার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদ ইফতেখার বলেন, ‘শপিং মল খোলার নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। বৈঠকে অধিকাংশ ব্যবসায়ী নেতা ঈদ উপলক্ষে স্বল্প সময়ের জন্য মার্কেট না খোলার পক্ষে মত দিয়েছেন।’
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নগরীর দুই নম্বর গেটের ফিনলে স্কয়ার, চট্টগ্রাম শপিং কমপ্লেক্স, প্রবর্তকের মিমি সুপার মার্কেট, আফমি প্লাজা ও কল্লোল সুপার মার্কেট, জিইসি মোড়ের স্যানমার সিটি শপিং মল, সেন্ট্রাল প্লাজা ও আগ্রাবাদের আখতারুজ্জামান সেন্টার রমজানে বন্ধ থাকবে।
স্যানমার সিটি শপিং মল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ বলেন, স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলা অনেক কঠিন। এসব নির্দেশনা মেনে দোকান খোলা হলেও করোনা সংক্রমণের ঝুঁকি থেকে যায়। বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা দোকানে আসবেন। তাদের কেউ যদি করোনায় আক্রান্ত হন, তাহলে অন্যরাও ঝুঁকিতে পড়বেন। তাই আমরা অল্প সময়ের জন্য শপিং মল না খোলার পক্ষে মত দিয়েছি।’
প্রসঙ্গত, এর আগে বৃহস্পতিবার (৭ মে) নগরীর খুলশী এলাকায় কনকর্ড খুলশী টাউন সেন্টার ও কোতোয়ালি থানাধীন পুলিশ প্লাজা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় দোকান মালিক সমিতি।
ডিপিআর/ জাহিরুল মিলন