শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি ঃ সেই সাথে বাড়ছে করোনা আক্রান্ত। করোনায় আক্রান্তের তুলনায় কমেগেছে সুস্থতা। সিলেট বিভাগে ৬৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। সেই সাথে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ১৫জন। এছাড়া বিভাগের মধ্যে সিলেট ও মৌলভীবাজার জেলায় ৪৩জন চিকিৎসাধীন রয়েছেন।
সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৮৩ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯১৭জন। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৯৪৩জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৯জন ও আইসোলেশনে চিকিৎসাধীন আছেন আরও ২৬জন। বুধবার (২৪ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেটভিউ-কে এ তথ্য জানান।
সিলেটে স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৬৭জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ওসমানী মেডিক্যাল কলেজে ১৫জন, সিলেট জেলার বিভিন্ন উপজেলায় ৩৩জন, হবিগঞ্জে ১জন ও মৌলভীবাজারে ১৮জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। বুধবার (২৪ মার্চ) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৯১৭জন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৩৩৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৭১ জন, হবিগঞ্জে ২ হাজার ২৫জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
আরও পড়ুন :কোভিড ভাইরাসকে প্রতিরোধ করতে পারে সাধারণ সর্দির ভাইরাস : গবেষণা