তাইওয়ানে গত সপ্তাহে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ৪৮ জন নিহত এবং ২০০ জন আহত হয়েছেন। এক ট্রাকচালকের ‘ভুলের’ কারণে ট্রেন-ট্রাক সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, দুর্ঘটনা প্রতিরোধে যথাযথ ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন বিশ্বাস থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন সেখানকার পরিবহনমন্ত্রী লিন চিয়া-লাঙ। খবর ডয়েচে ভেলের।
গত রোববার নিজের ফেসবুক পেজে এক বিবৃতিতে তাইয়ানিজ এ মন্ত্রী বলেছেন, তিনি ওই দুর্ঘটনার পুরো দায়-দায়িত্ব কাঁধে নিচ্ছেন।
লিন বলেন, গত কয়েকদিন ধরে চলা সব সমালোচনাই আমার গ্রহণ করা উচিত, আমরা যথেষ্ট ভালো [কাজ] করতে পারিনি।
তাইওয়ানের পরিবহনমন্ত্রীর বিশ্বাস, দুর্ঘটনার উদ্ধার কার্যক্রম সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তার এমন গুরুত্বপূর্ণ পদ থেকে সরে দাঁড়ানো উচিত।
ক্ষমা চেয়েছেন অভিযুক্ত ট্রাকচালক
গত শুক্রবার একটি ট্রাক রেললাইনের ওপর চলে গেলে তার সঙ্গে সংর্ঘের পর লাইনচ্যুত হয় ট্রেনটি। ধারণা করা হচ্ছে, ঢালু রাস্তা বেয়ে ট্রাকটি নিচে নেমে ট্রেনের চলার পথে চলে গেছিল। ট্রাকচালক এসময় পার্কিং ব্রেক ব্যবহার করেননি বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।
গত রোববার অভিযুক্ত সেই ব্যক্তি লি ই-শিয়াং অশ্রুসিক্ত নয়নে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। সাংবাদিকদের সামনে কাঁদতে কাঁদতে তিনি বলেন, আমি গভীরভাবে অনুতপ্ত এবং আন্তরিক ক্ষমাপ্রার্থনা করছি। আমি তদন্তের জন্য পুলিশ এবং প্রসিকিউটদের সবধরনের সহায়তা করব।
লির বিরুদ্ধে অবহেলাজনিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। প্রমাণ নষ্ট করতে পারেন সন্দেহে তাকে দুই মাসের আটকাদেশ দিয়েছিলেন হুয়ালিয়েন আদালত।