রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে করোনায় কর্মহীন ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজান আজ ৭ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। পৌর এলাকার তালন্দ বাজার থেকে ধানতৈড় মোড় পর্যন্ত তিনটি ওয়ার্ডের কর্মহীন ক্ষুদ্রব্যবসায়ীদের মাঝে চাল, ডাল, লবণ ও তেলসহ ব্রেসিং পাউডার বিতরণ করা হয়। এসময় দূরত্ব বজায় রেখে তাকে বিতরণে সহায়তা করেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জুলেখা বেগম, তাছের আলী ও মোরছালিন হোসেন ।
পৌর মেয়র মিজানুর রহমান মিজান বলেন, পৌর এলাকার তিনটি ওয়ার্ডের করোনায় কর্মহীন ১৭০ জন ক্ষুদ্রব্যবসায়ীদের মাঝে খাদ্যপণ্য বিতরণ করা হয়েছে। আগামী দিনে পর্যায়ক্রমে পৌর এলাকার হাটবাজারে ও প্রতিটি মোড়ের সেলুন ব্যবসায়ী ও চা-ব্যবসায়ীসহ বিভিন্ন ক্ষুদ্রব্যবসায়ীদের মাঝে খাদ্যদ্রব্য পৌঁছে দেয়ার এ নিয়ম অব্যহত থাকবে।
পরিশেষে তিনি আরও বলেন, এরআগে পৌরসভার উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় ঘরে থাকা ৩৫০ জন হতদরিদ্র কর্মহীন মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়। এছাড়াও করোনা প্রতিরোধে বিভিন্ন এলাকায় জীবানুনাশক ঔষুধ স্প্রে করার পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়।