শাহিন আহমদ,সিলেট জেলা প্রতিনিধি:
লকডাউনে সিলেট মেট্রোপলিটন পুলিশ এর মোট ২০টি চেকপোস্টজুড়ে চলছে নিরাপত্তা জোরদার ও লকডাউন বাস্তবায়ন কার্যক্রম।
মহামারী করোনা ভাইরাস এর দ্বিতীয় ঢেউ সামাল দিতে সিলেটসহ সারাদেশে চলছে কঠোর লকডাউন।
এই লকডাউন বাস্তবায়নে মাঠে অবিরাম কাজ করছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
চলমান লকডাউনে এসএমপির বিভিন্ন ইউনিট বৃহস্পতিবার (১৫ এপ্রিল) পর্যন্ত ৯৭টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের এবং ৮৯টি গাড়ি আটক করেছে।
এছাড়াও এই দুই দিনে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে নানা অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আদায় এবং তাদের বিরুদ্ধে ৯টি মামলা দায়ের করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সিলেট মহানগর পুলিশের মিডিয়া শাখা থেকে এক ক্ষুদেবার্তায় এসব তথ্য জানানো হয়।
ক্ষুদেবার্তায় বলা হয়, চলমান লকডাউন পরিস্থিতিতে সিলেট মহানগরীর প্রবেশমুখগুলোতে ২৪ ঘণ্টার জন্য ট্রাফিক বিভাগের ৬টি চেকপোস্ট এবং শহরের ভেতরে ১৪টি চেকপোস্ট বসিয়েছে মেট্রোপলিটন পুলিশ।
এছাড়াও থানা, ফাঁড়ি, তদন্তকেন্দ্র সীমানাধীন এলাকায় ২৪ ঘণ্টার জন্য ৮টি করে চেকপোস্ট বসানো হয়েছে। তাছাড়া ১৪ টি মোবাইল পেট্রোল এবং ডিবি বিভাগের ২টি করে ৪ মোবাইল টিম ২৪ ঘণ্টা টহল দিচ্ছে।
আরও পড়ুন : ‘শিশুবক্তা’ রফিকুল দুই দিনের রিমান্ডে