দৈনিক প্রত্যয় ডেস্কঃ নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলের তিল্লাবেরি নামে এলাকায় গ্রামে বন্দুকধারীর হামলায় অন্তত ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।
রোববার (১০ মে) দেশটির ওই অঞ্চলের গভর্নরের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
গভর্নর ইব্রাহীম তিদজানি কাতচেলা বলেন, মোটরসাইকেলে চড়ে বন্দুকধারীরা ওই হামলা চালায় শনিবার।
নাইজেরিয়ার তিল্লেবেরি অঞ্চল মূলত তিনটি সীমান্ত ঘেঁষা এলাকা। বুরকিনা ফাস এবং মালির লিপটাকো-গৌর্মা নামে পরিচিত ওই এলাকায় আল-কায়েদা এবং ইসলামিক ষ্টেটের সাথে সংশ্লিষ্ট ইসলামি জঙ্গি গোষ্ঠীর শক্ত ঘাটি রয়েছে।
ওই এলাকায় অভিযান পরিচালনা করতে মালি ও নাইজেরিয়ার সেনাবাহিনীর সাথে ফ্রান্স, বিভিন্ন ইউরোপিয়ান এবং আফ্রিকান দেশ ইতিমধ্যে বিশেষ বাহিনী গঠন করেছে।
ডিপিআর/ জাহিরুল মিলন