প্রত্যয় নিউজ ডেস্ক : করোনা ভাইরাসের টিকার জন্য ভারতকে ছাড়া ছয় দেশকে নিয়ে জোট করার জন্য চীনের প্রস্তাবে সায় দিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এ তথ্য জানিয়েছেন। ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ক্রমে দেশটি থেকে টিকা পেতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী দুই থেকে তিন মাস টিকা রপ্তানির সুযোগ নেই বলে জানিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট।
ওদিকে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বিশ্বব্যাপী করোনার টিকা নিয়ে একটা সংকট রয়েছে। সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি। বাংলাদেশ যেন টিকার কার্যক্রম চালিয়ে যেতে পারে, ভারতের পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে। আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আজ তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
আরও পড়ুন :জলবায়ু পরিবর্তন ঠেকাতে বিশ্ব নেতাদের ৪ পরামর্শ প্রধানমন্ত্রীর