সিলেট প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় রাতের আঁধারে ২ সন্তনের জননী গৃহবধূ আজমিনা(২৪) হত্যাকান্ডের ঘটনার মূলহোতাসহ তার দুই সহযাগীকে আটক করেছে সুনামগঞ্জ র্যাব-৯। গতকাল বৃহস্পতিবার দিবগত রাতে উপজেলার জৈতাপুর(জামবাগ) গ্রাম থেকে তাদের আটক কওে র্যাব-৯ এর সদস্যরা। থানা পুলি ও র্যাব সূত্রে জানাযায়, বিগত (২১ এপ্রিল বুধবার) রাতের কোন এক সময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের জৈতাপুর(জামবাগ) গ্রামের হতদরিদ্র শাহনুর মিয়ার স্ত্রী ২ সন্তানের জননী গৃহবধূ আজমিনা বেগম (২৪) কে হত্যাকরে বসত ঘরের পাশেই লাকড়ি রাখার মাচার নিচে কড়কুটু দিয়ে ডেকে ফেলে রেখে যায় দূর্বৃত্তরা।
পরে খবর পেয়ে সকালে তাহিরপুর থানা পুলিশ ক্ষত বিক্ষত অবস্থায় ওই গহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করে। গৃহবধূ আজমিনা হত্যাকান্ডর মূল রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি র্যাবর আভিযানিক ও গোয়েন্দা দল কার্যক্রম শুরু করে। পরবর্তী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর একটি আভিযানিক দল শুক্রবার ভোররাতে জৈতাপুর(জামবাগ) গ্রামে অভিযান চালিয়ে তাহিরপুরের জৈতাপুর (জামবাগ) গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে গৃহবধূ আজমিনা বেগম হত্যার মূলহোতা গোলাপ মিয়া (৩৬), একই গ্রামের আকরম আলী ছেলে সোহাগ (২২) ও আমির হোসেনের স্ত্রী হেলেনা বেগম (৪৫)কে আটক করে র্যাব-৯ সুনামগঞ্জ।
পরে র্যাবের জিজ্ঞাসা বাদে আটককৃতরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা শিকার করে। র্যাব-৯ সুনামগঞ্জ এর উপ-পরিচালক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ এ সত্যাতা নিশ্চিত করে বলেন, গৃহবধূ আজমিনা হত্যাকান্ডে শুক্রবার ভোররাতে জৈতাপর গ্রাম থেকে ৩ জনকে আটক করা হয়েছিল। অতঃপর আসামীদের জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের কথা স্বীকার করে। আটককৃত ওই ৩ জনকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।