দৈনিক প্রত্যয় ডেস্কঃ প্রাণঘাতী করোনাভাইরাসের (কোভিড-১৯) তাণ্ডবে ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের খেলাধুলাই বন্ধ। করোনা ভাইরাস থেকে বাঁচতে সব ধরনের খেলায় আসছে নতুন নতুন নিয়ম। সে ধারাবাহিকতায় এবার লা লিগায় মাঠে থুতু না ফেলার নিয়ম করলো লা লিগা কর্তৃপক্ষ।
ফুটবল মাঠে খেলার ফাঁকে অহরহ থুতু ও মুখে পানি নিয়ে কুলকুচি করতে দেখা যায় ফুটবলারদের। বিশ্লেষকরা বলছেন, ছোঁয়াচে এই ভাইরাস যার মাধ্যমে ছড়াতে পারে মাঠে বাকি সব খেলোয়াড়দের মাঝে। যে কারণে করোনা পরবর্তী সময়ে মাঠে থুতু দেয়ার যে প্রচলন আছে সেটা উঠে যেতে পারে। কেউ মাঠে থুতু ফেললে, হলুদ কার্ড দেখনোসহ নানা শাস্তির বিধান করতে যাচ্ছে স্প্যানিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ। এর আগে করোনায় লা লিগায় নতুন নিয়ম অনুযায়ী প্লে-অফ পদ্ধতি পয়েন্ট টেবিল অনুযায়ী নির্ধারণ করা হবে বলে জানায় লা লিগার কমিটি।
ডিপিআর/ জাহিরুল মিলন