প্রত্যয় ওয়েব ডেস্ক :
ব্রডব্যান্ড ইন্টারনেট প্রযুক্তি খাতে সবচেয়ে বড়অর্জন হতে যাচ্ছে লো আর্থ অরবিট (লিও) স্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিস। ধারণা করাহচ্ছে, ২০২৬ সাল নাগাদ স্যাটেলাইটব্রডব্যান্ড বাজারে ব্যবহারকারীর সংখ্যা ৫২লাখ ছাড়িয়ে যাবে। খবর ইটি টেলিকম।
সম্প্রতি এবিআই রিসার্চের এক গবেষণায় এতথ্য উঠে আসে। ৫২ লাখ ব্যবহারকারীরপাশাপাশি এ খাতে ৪১০ কোটি ডলার আয়হবে। যেখানে ২০২১ সালে এর ব্যবহারকারী৩৫ লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে স্যাটেলাইট ইন্ডাস্ট্রিতে শীর্ষে থাকাপ্রতিষ্ঠানগুলো হলো, ইলোন মাস্কেরস্পেসএক্স, ভারতির ওয়ানওয়েব ও কানাডারটেলিস্যাট।
২০২০ সালে আবাসিক ব্যবহারকারীদের জন্য১০০ মেগাবাইট পার সেকেন্ড গতি সম্পন্নএবং আনলিমিটেড ডাটা ক্যাপ সুবিধাসহস্টারলিঙ্ক ব্রডব্যান্ড সার্ভিস চালু করে স্পেসএক্স। এখন পর্যন্ত এটি ১০০-এর বেশি লোআর্থ অরবিট (লিও) স্যাটেলাইট চালু করেছে।অন্যদিকে ওয়ানওয়েব এবং টেলিসেটব্যবসায়িক ক্ষেত্রে সংযোগ প্রদানের জন্যস্যাটেলাইট চালু করেছে।
২০২০ সালের মাঝামাঝি সময়ে কুইপারপ্রজেক্টের অংশ হিসেবে লিও কনস্টেলেশনছাড়তে এফসিসির অনুমোদন পেয়েছেঅ্যামাজন। তবে প্রথম স্যাটেলাইটটি কবেছাড়া হবে সে ব্যাপারে আনুষ্ঠানিকভাবেকোনো তথ্য জানানো হয়নি।
যেসব এলাকায় মোবাইল ইন্টারনেট অথবাব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করা সম্ভবহয় না, সেসব স্থানে মূলত জিও স্টেশনারি আর্থঅরবিট স্যাটেলাইটের মাধ্যমে ব্রডব্যান্ডইন্টারনেট সংযোগ প্রদান করা হয়।
জিও স্যাটেলাইট মূলত ১০০ মেগাবাইট পারসেকেন্ড গতি প্রদানে সক্ষম। তবে পৃথিবীপৃষ্ঠথেকে এসব স্যাটেলাইটের দূরত্ব ৩৬ হাজারকিলোমিটার দূরে হওয়ায় ডাটা আদান-প্রদানসময় বেশি লাগে। ক্ষেত্রবিশেষে তা ৬০০এমএস পর্যন্ত হয়ে থাকে।
এবিআই রিসার্চের ইন্ডাস্ট্রি অ্যানালিস্ট খিনসানদি লিন বলেন, আসন্ন বছরগুলোতেস্যাটেলাইট ব্রডব্যান্ড সার্ভিসে লিওস্যাটেলাইট অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকরবে। পৃথিবীপৃষ্ঠ থেকে ৮০০ বা ১৬০০কিলোমিটারের মধ্যে এ স্যাটেলাইট অবস্থানকরবে। যার ফলে ল্যাটেন্সির পরিমাণ ৩০থেকে ৫০ মিলিসেকেন্ডের ভেতর থাকবে। যারফলে অনলাইন গেমিং এবং লাইভ ভিডিওস্ট্রিমিং আরো গতিশীল ও স্থির হবে।
তবে টেরিস্ট্রিয়াল ইন্টারনেট এবং মোবাইলইন্টারনেট খাতে প্রযুক্তিগত উন্নয়ন হওয়ায়স্যাটেলাইটভিত্তিক ব্রডব্যান্ড ইন্টারনেটকানেকশন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বে বলেওজানান লিন। তিনি বলেন, এলটিই ও ফাইভজিসংযোগ ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস সার্ভিসপ্রদানের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা আরো বাড়াবে।
লিন আরো বলেন, বর্তমানে স্যাটেলাইট ওটেরিস্ট্রিয়াল ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগেরতুলনায় লো আর্থ অরবিট (লিও) স্যাটেলাইটব্রডব্যান্ড সার্ভিসের মূল্য অনেক। তবে উন্নত ওউন্নয়নশীল দেশ এ ইন্টারনেট সেবারবিস্তৃতিতে সুলভমূল্যের প্যাকেজ দিতে পারলেতা ইতিবাচক ভূমিকা রাখবে।