শাহিন আহমদ,সিলেট প্রতিনিধি :
প্রবাসীর গুলিতে দশম শ্রেণীর স্কুল ছাত্র নিহতের ঘটনায় রোববার বিকেলে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। রবিবার বেলা ৩টায় স্কুল ছাত্র সুমেল মিয়ার (১৮) লাশ নিয়ে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করা হয়। এক পর্যায়ে বিক্ষোভকারীরা বিশ্বনাথ থানা চত্বরে ঢুকে পড়ে। অবশ্য, পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিক্ষোভকারীরা ২৪ ঘন্টার মধ্যে স্কুল ছাত্র হত্যাকারী সাইফুল আলমকে গ্রেফতারের দাবি জানান।
পুলিশ জানায়, রবিবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে নিহত সুমেলের ময়না তদন্ত সম্পন্ন হয়। ময়না তদন্তের পর তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকেল ৫টায় জানাজাশেষে তাকে দাফনের কথা।
বিশ্বনাথ থানার ওসি একেএম শামীম মুসা জানান, এ ঘটনায় পুলিশ এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করেছে। । বেলা ৪টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি বলে জানান তিনি। বিশ্বনাথে এলাকাবাসী এ নিয়ে বিক্ষোভ করেছেন বলে জানান ওসি।
এর আগে শনিবার সন্ধ্যায় ওসমানী মেডিকেল বিশ্বনাথের আলোচিত চাউলধনি হাওরে রাস্তা নির্মাণ নিয়ে বিরোধে প্রাল হারান দশম শ্রেণীর ছাত্র সুমেল মিয়া (১৮)। এ ঘটনায় সুমেলের বাবা আব্দুল মানিক (৫০), চাচা যুক্তরাজ্য প্রবাসী মনির মিায়া (৪৫) ও চাচাতো ভাই সালেহ আহমদ (৩০) গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।