সৈয়দ মোঃ শামীম গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি :
সিলেট জেলার গোয়াইনঘাট থানার অপরাধী মোঃ শাহজাহান’র বাড়িতে খাবার পৌঁছে দিলেন অফিসার ইনচার্জ আব্দুল আহাদ।
সিলেটের গোয়াইনঘাটে অপরাধীর বাড়িতে খাবার পৌঁছে দিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ। একটি মামলায় গত ১১ তারিখ জাফলংয়ের মামার বাজার এলাকার শাহজান মিয়াকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিল শাহজাহান, পুলিশের হাতে আটক হওয়ায় কারনে তার পরিবার গত১১ তারিখ থেকে খেয়ে -না খেয়ে দিন কাটছিলো।
এমন দুঃখ জনক সংবাদ জানতে পেরে সিলেট জেলার গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ আটককৃত আসামী শাজাহান মিয়ার পরিবারের জন্য কিছু খাদ্য সামগ্রী পৌঁছে দেন তার বাড়িতে । মঙ্গলবার রাত আনুমানিক ৮ ঘটিকার সময় গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেন অফিসার ইন্সার্স আব্দুল আহাদ’র পক্ষ হতে আটককৃত আসামী শাজাহান মিয়ার বাড়িতে তার স্ত্রী সন্তানদের হাতে খাদ্য সমগ্রী তুলে দেন।
এ বিষয়ে সামাজিক সংগঠন মামার বাজার সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি ফারুক আহমেদ বলেন গোয়াইনঘাট থানায় অনেক ওসি দায়ীত্ত পালণ করা অবস্থায় দেখেছি, কিন্তু বর্তমান ওসি আব্দুল আহাদ’র মত মানবদরদী এত ভালো মনের কোন ওসি আমি দেখিনি। রাতের অন্ধকারে অপরাধীর বাড়িতে খাবার পাঠিয়েছে গোয়াইনঘাট থানার ওসি, এসআই আবুল হোসেন’র মাধ্যমে তিনি এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন আমাদের মাজে । দেশের এই ক্রান্তিলগ্নে মানব দরদী,
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ’র কার্যক্রমগুলো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।
গোয়াইনঘাট থানার এসআই আবুল হোসেন বলেন দেশের বর্তমান পরিস্থিতিতে কেউ না খেয়ে থাকবে না ইনসাআল্লাহ । এই লক্ষ্যে সিলেটের সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম স্যারের দিক নির্দেশনায় ও গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ এর তত্ত্বাবধানে গোয়াইনঘাট থানা পুলিশ পুরো উপজেলায় কাজ করে যাচ্ছে । এবং এই মহামারি প্রদুর্ভাব ধুর না হওয়া পর্যন্ত পুলিশ সদস্যারা কাজ করে জাবে। এরই আলোকে আজ গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ স্যারের পাঠানো খাদ্য সামগ্রী আটককৃত শাজাহান মিয়ার বাড়িতে পৌঁছে দিলাম।