ডা.জসিম তালুকদার,চট্টগ্রাম প্রতিনিধি:
চটগ্রাম বাঁশখালী ১৬ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী মহোদয়ের অবদানে দীর্ঘ প্রতিক্ষীত বাঁশখালী মডেল সপ্রাবির নতুন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ গতকাল রবিবার( ৯ মে) সম্পন্ন হয়েছে বলে জানান অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মাষ্টার মুহাম্মদ শহিদুল্লাহ।
বিদ্যালয়টি পড়ালেখায় চট্টগ্রাম জেলায় দৃশ্যমান হলেও, অবকাঠামো দিকে অনেক পিছনে ছিলেন। দীর্ঘ ৩২ বছর পর বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছেন চট্টগ্রাম বাঁশখালীর ১৬ আসনের সংসদ সদস্য মাটি ও মানুষের নেতা, উন্নয়নের রূপকার জনাব আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এম,পি মহোদয়ের ১লা নভেম্বর ২০২০ সালের নতুন ভবন নির্মাণের শুভ উদ্ভোদনের মাধ্যমে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল্লাহ বলেন, প্রায় ৭০০ জন শিক্ষার্থী ৮টি কক্ষে অনেকদিন ধরে গাদাগাদি করে বসে কষ্টের মধ্যে শিক্ষা গ্রহণ করে আসছে।
সমস্যাটি মাননীয় এম পি মহোদয়ের দৃষ্টিগোচর করলে সাথে সাথে মন্ত্রী মহোদয় বরাবর ডি ও লেটার দেন এবং আমাকে সাথে নিয়ে মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে যান এবং নতুন ভবন বরাদ্দ করিয়ে নেন বলে জানান।
তিনি আবেগ আপ্লূত কন্ঠে বলেন, বিদ্যালয়ের একটি ইটের কণার মালিক আমি না,মালিক হচ্ছে সরকার। তবুও অনেক বিপক্তির মুখে ছোট ছোট শিশু শিক্ষার্থীদের স্বার্থে মাননীয় এম. পি মহোদয় ও সংশ্লিষ্ট কতৃপক্ষের একান্ত প্রচেষ্টায় ভবনটি নির্মাণ হওয়ায় নিজেকে ধন্য মনে করতেছি।
তিনি আরো বলেন, আমার অবাক লাগে বাঁশখালীর উন্নয়নের জন্য যে কোন দাপ্তরিক টেবিলে যেতে আমাদের বাঁশখালীর এম পি মহোদয় একবিন্দু দ্বিধাবোধ করে না।
পরিশেষে তিনি এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বাঁশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি,শিক্ষক, শিক্ষার্থী, পিটিএ,অভিভাবক মাননীয় এম পি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশসহ ও এমপি মহোদয়ের সুস্বাস্থ্যে ও দীর্ঘায়ু কামনা করেন।