দৈনিক প্রত্যয় ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে মঙ্গলবার নিউইয়র্কে আরেকজন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রে মোট ২২০ প্রবাসীর প্রাণ গেল করোনা মহামারিতে।
হাসপাতাল এবং স্বজনের উদ্ধৃতি দিয়ে বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার এ সংবাদদাতাকে জানান, সিলেটের বিয়ানিবাজারের বাসিন্দা এবং নিউইয়র্ক সিটির কুইন্সে বসবাসরত হাজী মতিউর রহমান ( ৬৭) মারা গেছেন করোনায়।
এদিকে, নিউইয়র্ক স্টেটে গত কদিন মৃত্যুর সংখ্যা কমলেও রবিবারের তুলনায় সোমবার ৩৪ জন বেশী মারা গেছে। তবে এ সংখ্যা ২০০ জনের কম হওয়ার পাশাপাশি নতুন রোগীর হাসপাতালে ভর্তির সংখ্যা অনেক কমেছে বলে জানান স্টেট গভর্নর এ্যান্ড্রু ক্যুমো। নিয়মিত প্রেসব্রিফিংকালে স্টেট গভর্নর জানান, সোমবার মারা গেছে ১৯৫ জন। আগের দিন এ সংখ্যা ছিল ১৬১।
স্টেট গভর্নর বিশেষভাবে উল্লেখ করেন যে, নিউইয়র্ক সিটিসহ সমগ্র স্টেটে স্কুল, হাসপাতাল এবং গণপরিবহন সংস্থা যথাযথভাবে চালু রাখতে ৬১ বিলিয়ন ডলার দরকার। করোনা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে এই অর্থ ব্যয় করা হয়েছে অন্য খাত থেকে। সেই ঘাটতি পুরণ করা সম্ভব না হলে সামনের বাজেটে বড় ধরনের সংকট দেখা দেবে যার জের পড়তে পারে স্কুল, হাসপাতাল এবং গণপরিবহনে।
উল্লেখ্য, ১৫ মে শুক্রবার থেকে এই স্টেটে সবচেয়ে কম আক্রান্ত এলাকায় লকডাউন কিছুটা শিথিলের পরিকল্পনা ঘোষণা করেছেন স্টেট গভর্নর।
এদিকে, জোন্স হপকিন্স ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত ১১টা পর্যন্ত নিউইয়র্কে মারা গেছে ২৭১৭৫ । আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৮ হাজার ৬৫৫। আরোগ্য লাভ করেছে ৮৪ হাজার ৬০৫ জন।
অপরদিকে, সারা আমেরিকায় মারা গেছে ৮৩ হাজার ৪২৫ জন। আক্রান্তের সংখ্যা ১৪ লাখ ৮ হাজার ৬৩৬।
ডিপিআর/ জাহিরুল মিলন