1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

“ফিলিস্তিনের আর্তনাদ ও বাইতুল মাকদিস” পর্ব-১

  • Update Time : বুধবার, ১২ মে, ২০২১
  • ৬২৯ Time View
ছবিঃ পশ্চিম তীরের হেবরনে অবস্থিত হযরত ইব্রাহীম (আঃ) এর মাজার শরীফ এবং পবিত্র বাইতুল মাকদিস তথা আল আকসা।

মো:মনিরউজ্জামান জুয়েল

ফিলিস্তিনের জেরুজালেম বা ইউরোসালেম কে বলা হয় পবিত্রভূমি। ধারণা করা হয়, হযরত আদম আলাইহিসসালাম এর জন্মের ২০০০ বছর পূর্ব থেকেই এখানে ফেরেস্তারা বসবাস করতেন। পরবর্তীতে আজ থেকে প্রায় চার হাজার বছর পূর্বে, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম, ইরাকের বাবেল নগরী থেকে হিজরত করে শাম দেশের কান’আন বা হেব্রনে বসবাস শুরু করেন। যা বর্তমানে ইহুদিদের দখলকৃত আজকের ইসরাইলে অবস্থিত। এখানে হারাম আল শরীফ অবস্থিত, যা একেশ্বরবাদ তথা ইব্রাহীমিক ধর্মের প্রধান তিন (ইসলাম, খ্রিস্টান, ইহুদী) ধর্মের গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা হিসেবে বিবেচিত।

ইব্রাহীম আলাইহিসাল্লাম হেব্রন থেকে হেজাজে গমন করেন। এবং তাঁর শিশুপুত্র ঈসমাইল আলাইহিসাল্লামকে নিয়ে খ্রিঃপূঃ ২১৩০ অব্দে, পবিত্র ক্বাবাঘর পুনঃনির্মাণ করেন। এর চল্লিশ বছর পর, তিনি কানানে আরেকটা ইবাদতখানা নির্মান করেন। তিনি এর নাম রাখেন “বাইতুল মাকদিস” মানে দূরবর্তী ইবাদাতখানা। অর্থাৎ “পবিত্র ক্বাবাঘর” থেকে দূরবর্তী ইবাদতখানা! পরবর্তীতে যা মুসলমানদের প্রথম কিবলা হিসেবে পরিনত হয়। শেষবয়সে তিনি এখানেই ইবাদত করতেন এবং কানা’আন বা ফিলিস্তিনের হেব্রনে তাঁকে সমাহিত করা হয়।

ইব্রাহীম আলাইহিসসালামের পর তাঁর দ্বিতীয় পুত্র হযরত ইসহাক আলাইহিসসালাম ও এখানে ইবাদত করতেন। পরবর্তীতে ইসহাক আলাইহিসসালাম এর দ্বিতীয় পুত্র, হযরত ইয়াকুব আলাইহিসসালাম ও এখানে বসবাস করতেন এবং তিনি বাইতুল মাকদিস বর্ধিত করেন!

আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছরেরও আগে মায়ের আদেশে বীরশেবা মরুভূমি থেকে, ২০ বছরের যুবক ইয়াকুব আলাইহিসসালাম হিজরত করেন। তাঁর গন্তব্য ছিলো কানানদেশের পূর্বে মামার বাড়ি হারান। সারাদিন শুষ্ক মরুভূমিতে ভ্রমণ করার পর যুবক ইয়াকুব আলাইহিসসালাম ক্লান্ত হয়ে পড়েন। হারানের কাছাকাছি লুজ নামক স্থানে আসলে সন্ধ্যা হয়ে যায়। তিনি আর সামনে যাত্রা না করে এখানেই রাত্রিযাপন করা মনস্থির করেন।

তিনি মরুভূমিতে একটা পাথর সংগ্রহ করে এর উপর ঘুমিয়ে পড়েন। হঠাৎ এক অদ্ভুত স্বপ্নে তিনি জেগে উঠেন। আর বলতে থাকেন ‘আমি জানতাম না এটা আল্লাহর পবিত্র ভূমি’! স্বপ্নে তিনি দেখেন যে; তিনি যেখানে শুয়ে আছেন, ঠিক সেখানেই আসমানের দিকে একটা সিঁড়ি উঠে গেছে। আর সেই সিঁড়ি দিয়ে ফেরেশতারা উঠানামা করছেন! তিনি ঘাবড়িয়ে যান। স্বপ্নে আল্লাহ জানালেন তাঁকে এবং তাঁর বংশধরদের এই পবিত্রভূমি তিনি দান করবেন! অর্থাৎ তাকে পবিত্রভূমির প্রতিশ্রুতি দেন। তিনি জায়গাটির নাম রাখেন ‘বেথেল’ বা আল্লাহর ঘর!

(চলবে…)

 

 

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..