জাহিরুল মিলনের “সাংবাদিক”
-
Update Time :
বুধবার, ১৩ মে, ২০২০
-
২৫১
Time View
তুমি সত্য তুমি যোদ্ধা
তুমি অকুতোভয় বীর
যত মিথ্যার শৃংখল আছে
ভেংগে কর চৌচির।
তুমি বলাকার মত স্বাধীন
সত্যে অবিচল মিথ্যার বিরুদ্ধে মাইন।
কাগজ তোমার বর্ম কলম তোমার অস্ত্র
লেখ তুমি যত অন্যায় অবিচার
বাধাকে তুমি অতিক্রম কর
অন্যায়ে হবে ক্ষুরধার।
তুমি দুরন্ত তুমি বারুদ ঠাসা বোমা
সত্যের সাথে গলাগলি মিথ্যার নেই ক্ষমা।
কালি, কলম, কাগজ সাথে
ক্যামেরা চেপে কাঁধে
চলেছে সে সংবাদ খোঁজে
পৃথিবী থেকে চাঁদে।
তুমি শান্ত তুমি মমতার আধার
তুমি রুদ্রমূর্তি শত্রুদলন বাধার।
অসহায় নিষ্পেষিত মানুষের পাশে
দাঁড়াও তুমি স্বজন মনে
এগিয়ে যাও বীরদর্পে
বিপদসংকূল ক্ষনে।
তুমি মানবতা তুমি সূর্যরথ বাগ
তুমি রুষ্ট তুমি দৃঢ় কঠোর রাগ।
সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য
তোমার সেটা অজানা
মর্ত পাতাল যেথায় যাও
নেই কো তোমার মানা।
মরনে তুমি শহিদ বাঁচলে হবে গাজী
ভংগুর পথ, শত্রু চারিদিক তবুও যেতে রাজি।
পথে পথে খবরে খবরে
তুমি থাক মিশে
তুমি আছ সবার হৃদয়ে
বাকীরা গেছে ভেসে।
তুমি নির্মম তুমি ভয়হীন অজগর
ঝাঁপিয়ে পড় সংবাদে তুচ্ছ মৃত্যু জ্বর।
দূর্গম পথ, বজ্রপাত, ঝড়-ঝঞ্জা মাড়িয়ে
চলেছ জীবন রেখে বাজি
বিপদ ভেদিয়া বুক পাতো তুমি
দেশের তরে জীবন দিতেও রাজি।
সত্য মিথ্যা খুঁজে পেতে ছোটে যে দিকবিদিক
সেই হল দেশপ্রেমী সেইতো সাংবাদিক।
Please Share This Post in Your Social Media
এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..