অন্তহীন যুদ্ধ
ডাঃ জিন্নুরাইন জায়গীরদার
শুরু থেকে আজ করোণা যুদ্ধে,
বিস্তর পথ দিয়েছি পাড়ি;
শয়নে স্বপনে জাগরণে,
বিজয়ের ফুল দেখেছি সারি সারি;
তরুণ, যুবক, বৃদ্ধ সমেত,
যুদ্ধে জিতেছে, হয়েছে পরাস্ত মহামারী;
হেসে হেসে চলে গেছে তারা
আনন্দে আবেগে হাত নাড়ি নাড়ি।!
অন্য প্রান্তে,
নক্ষত্রের পতন দেখেছি,
বিষন্ন সহস্র প্রাণের তরংগ, ভারী ভারী
হতাশার যন্ত্রনায় বেদনায় হয়ে গেছি নীল
দেখেছি বিমূর্ত প্রাণের অনন্ত আহাজারি
অন্ধকারে আচ্ছন্ন বিশ্ব,
বিগলিত নিরবচ্ছিন্ন কান্নায় হয়ে গেছে রাঢ়ী।।
বাংলাদেশে যুদ্ধ সবে ত শুরু
অন্তহীন এক যুদ্ধ, গভীর নাদে ডাকছে আকাশ, গুড়ু গুড়ু
সৈনিক, হাতে পতাকা ধরো,
দৃপ্ত পদক্ষেপে আগাতেই হবে, কে যে হবে মহা গুরু
এ যুদ্ধে জিততেই হবে বন্ধুরা সব সুমুখে প্রান্তহীন মরু
আরেকটি বিজয়ের উল্লাসে দেশ উন্মত্ত গুল্ম তরু
ভয়ে কাপে করোনার প্রাণ দুরু দুরু!!