দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, শুধু ভোট চাওয়া, ক্ষমতায় আসার রাজনীতি নয়, প্রতিটি সংকটে অতীতে যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এবং আওয়ামী লীগ জনগণের পাশে ছিল। তেমনি করোনা ভাইরাস সঙ্কট নিবারণের ক্ষেত্রেও জনগণের পাশে থেকে জয়ী হবে। একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এই করোনা দুর্যোগে দরিদ্রদের খুশির কথা চিন্তা করেছেন। সেজন্য ৫০ লক্ষ দরিদ্র পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন ঈদ উপহার। এতে প্রতি পরিবার পেয়েছেন ২৫০০ টাকা করে। তিনি বলেন, বঙ্গবন্ধুর সাহসিকতার জন্য আমরা স্বাধীন দেশ পেয়েছিলাম আর এখন শেখ হাসিনার সাহসিকতা ও বলিষ্ঠ নেতৃত্বে করোনাসহ যে কোনো সংকট, যে কোনো দুর্যোগ মুক্ত হতে পারবে বাংলাদেশ।
শুক্রবার (১৫ মে) দিনাজপুরের কাহারোল উপজেলা পরিষদ চত্বরে বে-সরকারী সংস্থা আশার উদ্যোগে ২শ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কালে এমপি গোপাল এসব কথা বলেন। এসময় প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ কেজি লবন, ১ লিটার তেল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল হাসান, ওসি মনোজ কুমার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম ফারুক, বে-সরকারি সংস্থা আশা’র আঞ্চলিক ব্যাস্থাপক মো. নাসির উদ্দিন খান, সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. আরশাদ জলিল সোনা, আমজাদ হোসেন, মো. খালেদ হোসেন, সহকারী ব্রাঞ্চ ম্যানেজার মো. বাবুল হোসেন, সিনিয়র লোন অফিসার মো. রিয়াজুল হোসেনপ্রমুখ।