নিজস্ব প্রতিবেদকঃ
বকেয়া বেতন-ভাতার দাবিতে রাজধানীর মহাখালীর আমতলীতে একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।
শনিবার (১৬ মে) সকাল ১০টার দিকে অ্যাপারেলস নামক পোশাক কারখানার শ্রমিকরা মহাখালী আমতলীতে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে বন্ধ হয়ে যায় জরুরি সেবার যান চলাচল।
শ্রমিকদের দাবি, কারও এক মাস কারও দুই মাসের বেতন বকেয়া। আন্দোলনের ব্যাপারেও বিজিএমইএকে জানানো হয়েছে।
বনানী থানার ওসি নূরে আযম মিয়া বলেন, ‘অ্যাপারেলস নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা বেতন ভাতার দাবিতে রাস্তা অবরোধ করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সমাধানের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। শ্রমিকরা রাস্তা থেকে সরে যান।