আব্দুল্লাহ আল হাসিব, মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ
পুরো বিশ্ব জুড়ে যখন কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে তখন সমাজের নিম্নবিত্তরা আশার চোখে তাকিয়ে আছেন সমাজের উচ্চবিত্তদের দিকে। সাময়িক ভাবে কাজ বন্ধ থাকায় খাদ্য সংকটে মানবেতর জীবণ পার করছে আমাদের দেশের নিম্ন সীমায় বসবাসকারীরা। খাদ্য সহায়তা বা আর্থিক সাহায্য পেলেই খুশি তারা।
প্রশাসন সহ স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়িয়েছেন অনেকে। যশোরের মণিরামপুর উপজেলার ভূমি উপ- সহকারি কর্মকর্তা (কেশবপুর) এর মেয়ে সানজিদা জেরিন। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির আইন বিভাগের ছাত্রি সে। সমাজের উন্নয়ণমূলক কাজে সে থাকে সামনের কাতারে। নিজ উদ্যোগে নিম্ন শ্রেণির ৩০০ জনের মাঝে ইফতার বিতরণ করছে জেরিন।
তার বাবা ও পরিবারের সদস্যদের সহায়তায় ৩০০ জন খেটে খাওয়া মানুষকে ইফতার করিয়েছে । শনিবার মণিরামপুর উপজেলার রাস্তায় থাকা গাড়ি চালক ও ভ্যান চালক সহ নিম্ন শ্রেণির মানুষদেরকে ইফতার বিতরণ করেছে জেরিন। এছাড়াও দিন এনে দিন খাওয়া মানুষদের বিগত দিন থেকে নানা ভাবে সহযোগীতা করে আসছে সে।
ইফতার বিতরণ সম্পর্কে জানতে চাইলে জেরিন জানায় সে ও তার পরিবার মিলে ৩০০ জনকে ইফতার করিয়েছে এবং পরবর্তিতে তার এমন কাজ অব্যাহত থাকবে।