নিজস্ব প্রতিবেদক:কিশোরগঞ্জরে সাধারণ মানুষরে ভালবাসার নাম রাসেল আহমদে তুহিন। সামাজকি সংগঠনের নেতৃত্বদানে , অসহায় মানূষরে পাশে দাড়ানো, আর্ত মানবতায় নিজেকে বিলিয়েন দেওয়াকেই ব্রত হিসেবে নিয়ে কাজ করে চলেছেন। করোনা ভাইরাসে অসহায় হয়ে পড়া কিশোরগঞ্জ সদর-হোসেনপুর দুই উপজেলার গরীব, দুঃখীর পাশে দাঁড়িয়ে আবারও তাই প্রমান করলেন। হাজারো পরিবারের পাশে উপহার সামগ্রী প্রদান করে চলেছেন নিভৃতে।
কিশোরগঞ্জ ও হোসেনপুর দুই উপজেলার হাজার হাজার অসহায় ও দুঃখী মানুষের সংকটময় মুহুর্তে খাদ্য সামগ্রী রাতের আধারে পৌঁছে দিয়েছেন উপহার হিসেবে। খাদ্য সামগ্রী উপহার পেয়ে হাসি ফুটেছে হাজার হাজার গরীব, দুঃখী ও অসহায় মানুষের মুখে।
করোনা দুর্যোগ ও রমজান উপলক্ষে গত ৮ মে শুক্রবার হতে কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলায় তার দেয়া উপহার সামগ্রী কর্মহীন, অসহায় ও নিম্ন আয়ের পরিবারের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে অতি গোপনে।
উল্লেখ্য, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলার সর্বস্তরের জনগণের কাছে রাসেল আহমেদ তুহিন দলীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবী ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে ঘরে ঘরে উপহার সামগ্রী পৌঁছে দিয়ে ইতিমধ্যে মানুষের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।