জসিম তালুকদার (চট্টগ্রাম) প্রতিনিধি: চটগ্রাম কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে একটি তেলের জাহাজে গ্যাস ওয়েন্ডিং করার সময় বিস্ফোরণ ঘটে জুনায়েদ নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। একই ঘটনায় নজরুল ইসলাম সাদ্দাম (৩৫) নামে আরেক ব্যক্তি নিখোঁজ রয়েছেন ও আহত হয়েছেন আরও কয়েকজন।
বুধবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্ণফুলী নদীর দক্ষিণপাড় চরপাথরঘাটার ২নং ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদের বাড়ী বাঁশখালী উপজেলায় বলে জানা গেছে।
জানা যায়, জাহাজের ইঞ্জিন রুমে জমে থাকা গ্যাসে বিস্ফোরণে সৃষ্ট আগুনে তারা দগ্ধ হয়েছেন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনাটি শুনেছি। ঘটনাটি নৌ পুলিশের অধীনে হওয়ায় বিষয়টি সদরঘাট নৌ থানা দেখছেন।
স্থানীয়সূত্রে জানায়, নদীতে একটি তেলের জাহাজে ইঞ্জিন রুমে কয়েকজন মিলে ঝালাইয়ের কাজ করছিল। সিলিন্ডার থেকে রাবারের পাইপের মাধ্যমে নেওয়া গ্যাসে চলছিল এ কাজ। একপর্যায়ে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে আগুন থেকে বাঁচতে তারা নদীতে ঝাপ দেয়। এতে নিখোঁজ হন চরলক্ষ্যা মাইজ্যাফকির বাড়ির হাজী আব্দুল হাশেমের ছেলে নজরুল ইসলাম সাদ্দাম (৩৫)।