ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের মহদীপুর দাসপাড়া গ্রামকে গত সোমবার থেকে
মহদীপুর দাসপাড়া অন্নপূর্ণা যুব সংঘের উদ্যোগে সেচ্ছায় গ্রামে ডুকার জন্য দুইটি প্রবেশ পথে বাঁশ ফেলে লাল নিশান বেধে রেখে জনসচেতনা বৃদ্ধির লক্ষে বন্ধ করে দেওয়া হয়েছে। বহিরাগত যানবাহন বা কোন ব্যক্তি ওই গ্রামে ডুকে কোনো জনসমাগম যেন করতে না পারে সেজন্য এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। কোন কেনার জন্য গ্রাম থেকে যদি কেউ বাহিরে যায় এবং ভিতরে ডুকার সময় করোনা ভাইরাস প্রতিরোধে নিরাপদ দূরত্ব বজায় রেখে হাত ধোঁয়ার ব্যবস্থা করা হয়েছে এবং গ্রামের চতুর্পাশে জীবাণু নাশক স্প্রেও দেওয়া হয়েছে। এই উদ্যোগটি ফেইজবুকে ভালো সাড়াজাগিয়েছে। মহদীপুর দাসপাড়া অন্নপূর্ণা যুব সংঘের সভাপতি বিপুল কর বলেন, সবার উচিত “নিজে সচেতন হন, অন্যকে সচেতন করুন” এই প্রতিপাদ্যকে মেনে চলা। মহদীপুর দাসপাড়া অন্নপূর্ণা যুব সংঘের সদস্যরা হলেন, মৃদুল কান্তি কর, পলাশ কান্তি কর, বকুল সরকার, বিকাশ রঞ্জন কর, চয়ন কান্তি কর, দেবল চন্দ্র কর, অনুকুল চন্দ্র কর, যতন চন্দ্র কর, তপন চন্দ্র কর, গবিন্দ চন্দ্র কর, রঞ্জন কান্তি কর, কংকন সরকার, সেতু কর, হরিকমল কর, প্রকাশ চন্দ্র কর, রতন চক্রবর্তী, সুজন চন্দ্র কর, অজয় সরকার, লিটন দত্ত প্রমুখ।