নিজস্ব প্রতিবেদকঃ
সারা বিশ্বে চলছে করোনা ভাইরাসের মহামারী তান্ডব।বাংলাদেশে আক্রান্তের সংখ্যা এখনো কম হলেও তা গতদিনগুলোর থেকে প্রতিদিন বেড়ে চলছে।
এ অবস্থায় বন্ধ করা গার্মেন্টস শ্রমিকরা ছুটছে গ্রামে।ইতোমধ্যেই ঢাকা এবং নারায়ণগঞ্জে দেশের বেশিরভাগ রোগী সনাক্ত করা হয়েছে।গ্রামে ফেরা শ্রমিকরা এই দুই অঞ্চল থেকেই গ্রামে ফিরছে বলে একাধিক সূত্রে জানা গিয়েছে।এতে গ্রামগুলোতে আতঙ্ক যেমন বেড়েছে তেমনি বেড়েছে করোনায় আক্রান্তের ঝুঁকি।
এদিকে বিদেশ ফেরতদের হোমকোয়ারেন্টাইন নিশ্চিতকরণে নিরলস কাজ করে চলছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এখন হোম কোয়ারেন্টাইনে নতুন করে যুক্ত হলো ঢাকা বা নারায়ণগঞ্জ থেকে গ্রামে ফেরা ব্যক্তিরা।
যদিও ঢাকায় প্রবেশ বা বের হওয়ায় ইতোমধ্যেই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তারপরও থেমে নেই ঘরে মানুষ।ছুটছে গ্রামে,যে ভাবেই হোক তাদেরকে যেনো গ্রামে ফিরতেই হবে।
গণপরিবহন বন্ধ থাকায় নানান উপায়ে গ্রামে ফেরা মানুষদের আটকাতে বিভিন্ন শহরের প্রবেশ মুখে চেকপোস্ট বসিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে কতটুকু সফল হবে এ উদ্যোগ তা নিয়ে শঙ্কায় গ্রামাঞ্চলের সচেতন মানুষ।
গ্রামগুলোতে খবর নিলে অবাক করা কিছু তথ্য পাওয়াও গেছে ইতোমধ্যেই। গত দুই একদিনের ভিতরে গ্রামে এসেছেন এমন মানুষের সংখ্যা নেহাত কম নয়।
ঢাকায় কাজ করা শ্রমিকদের পরিবারের লোকজন বলছে,আমার ছেলে আমার বাড়িত আসবে এতে মানুষের কি।সেতো অসুস্থ না।
তবে অসাবধানতার ফল কি হতে পারে তা এইসব মানুষ এখনও বুজতে পারেনি।
গ্রামে ফেরা শ্রমিকদের হোমকোয়ারেন্টাইন নিশ্চিত করতে তৎপর প্রশাসন।জেলা উপজেলা পর্যায় সাধারণ মানুষের কাছে ঢাকা ফেরতদের তথ্য চেয়েছে অনেক এলাকার প্রশাসন।
করোনার ভয়াবহতা থেকে দেশকে রক্ষা করতে প্রশাসনকে জণগন সহযোগীতা করলে হয়তো অনেকটাই সহজ হবে সংক্রমণ কমানো।