বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি :২য় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ৬টি এবং রানীশংকৈলের ৫টি ইউনিয়নে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে । সকাল ৮টায় শুরু হয়ে ভোট গ্রহন চলবে বিকাল ৪টা পর্যন্ত।
জেলা নির্বাচন কর্মকর্তা সফিকুল ইসলাম বলেন, প্রতিটি কেন্দ্রেই সকালে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হয়েছে। উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে। বেলা যত বাড়বে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তত বাড়বে বলে আশা করছি। ব্যালট পেপারের মাধ্যমে দুটি উপজেলার ১১টি ইউনিয়নের ৯৯টি কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।
সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করতে নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।
এই দুটি উপজেলার ১১ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫২জন, সংরক্ষিত সদস্য পদে ১৪০জন এবং কাউন্সিলর পদে ৫৮৪জন প্রতিদ্বন্দিতা করছেন। ১১টি ইউনিয়নে মোট ভোটার ২ লক্ষ ৩ হাজার ৯৮জন, পুরুষ এক লক্ষ ৪ হাজার ৩৮৯জন এবং মহিলা ৯৮ হাজার ৭০৯জন।