দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফার্মাসিস্ট পদে কর্মরত সালেহা আক্তারের(৩৫বছর) গত ৮ মে করোনা সনাক্ত হয়, যিনি বিরল উপজেলার চক কাঞ্চন এলাকার বাসিন্দা।
কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর থেকেই তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে উপজেলা স্বাস্থ্য প্রশাসন,বিরলের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন ।গত ১৮ মে এবং ২০ মে তার সংগৃহীত নমুনার ফলাফল কোভিড-১৯ নেগেটিভ এসেছে।
শনিবার (২৩ মে) দুপুর ১.৩০ ঘটিকায় তার বাসায় গিয়ে উপজেলা স্বাস্থ্য প্রশাসনের পক্ষ থেকে করোনা মুক্তির সনদ পত্র, ফুলেল শুভেচ্ছা এবং সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে কিছু উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জনাব জান্নাতুল ফেরদৌস বৈশাখী মহোদয়- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,বোচাগঞ্জ ; জনাব ডা. মো. সামিউল ইসলাম সবুজ- করোনা ফোকাল পারসন,বিরল; জনাব ডা. এএসএম ইকরাম আবাসিক মেডিকেল অফিসার,বিরল ।