1. abrajib1980@gmail.com : মো: আবুল বাশার রাজীব : মো: আবুল বাশার রাজীব
  2. abrajib1980@yahoo.com : মো: আবুল বাশার : মো: আবুল বাশার
  3. farhana.boby87@icloud.com : Farhana Boby : Farhana Boby
  4. mdforhad121212@yahoo.com : মোহাম্মদ ফরহাদ : মোহাম্মদ ফরহাদ
  5. shanto.hasan000@gmail.com : রাকিবুল হাসান শান্ত : রাকিবুল হাসান শান্ত
  6. masum.shikder@icloud.com : Masum Shikder : Masum Shikder
  7. shikder81@gmail.com : Masum shikder : Masum Shikder
  8. riyadabc@gmail.com : Muhibul Haque :

ঠাকুরগাঁওয়ে দলীয় মনোনয়ন বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

  • Update Time : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১
  • ৪৩৯ Time View

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান পদে অখিল কুমার রাযের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ঢোলারহাট ইউনিয়নের আওয়ামীলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। এ সময় তারা সীমান্ত কুমার বর্মণ কে পুনরায় নৌকার মনোনয়ন দেয়ার দাবি জানান।

২৫ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে ঠাকুরগাঁও-রুহিয়া সড়ক অবরোধ করে ঢোলারহাট বাজারে বিক্ষোভ করা হয়। তারা প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখে। ত্যাগী নেতা সীমান্ত কুমার বর্মণ কে পুনরায় মনোনয়ন দেয়ার দাবী জানিয়ে বিক্ষোভ সমাবেশে নেতাকর্মীরা বলেন, আসন্ন চতুর্থ ধাপের ইউপি নির্বাচন উপলক্ষে গত ২১ নভেম্বর ঠাকুরগাঁও জেলায় অনুষ্ঠিতব্য ২০টি ইউনিয়নের মনোনয়ন চূড়ান্ত করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। প্রথম পর্যায়ে ঢোলারহাট ইউনিয়নে সীমান্ত কুমার বর্মণকে আওয়ামীলীগের মনোনয়ন দেওয়া হয়। এদিকে বুধবার (২৪ নভেম্বর) কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড সীমান্ত কুমার বর্মনের মনোনয়ন পরিবর্তন করে অখিল চন্দ্র রায় কে নৌকার মনোনয়ন দেওয়া হয়।

এ খবর ছড়িয়ে পড়লে বুধবার সন্ধ্যায় স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত মানি না মানব না বলে বিক্ষোব মিছিল করে। এ সময় রুহিয়া থানার পুলিশ বাধা দিলেও বিক্ষুদ্ধরা বাধা মানে নি।

এ সময় বক্তব্য রাখেন, ঢোলোর হাট ইউনিয়ন আওয়ামীলীগের উপদেষ্টা হানিফ, কোষাধ্যক্ষ প্রদীপ কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা অমূল্য চন্দ্র বর্মন, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুরেশ চন্দ্র বর্মন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক উজ্বল কুমার চৌধূরী প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, অখিল চন্দ্র রায় পূর্বে বিএনপি জামায়তের সমর্থক ছিলো । তাই অভিলম্বে তার প্রর্থিতা বাতিল করা হোক।

উল্লেখ্য, ২০১৭-২০১৮ অর্থবছরের জুন মাসে সাধারণ সহায়তা (জিআর) প্রকল্পের মাধ্যমে ঠাকুরগাঁও সদর উপজেলার মসজিদের ওয়াজ মাহফিল, মন্দিরের নামযজ্ঞ ও মাদরাসার এতিমখানায় খাবারের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ২১৭ টন চাল বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে উপজেলার ঢোলারহাট ইউনিয়নের জন্য দেওয়া হয় ৩৪ টন চাল। সে সময় ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মণের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের যোগসাজশে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে জাল কাগজপত্র তৈরি করে বরাদ্দের চাল আত্মসাৎ করার অভিযোগ ওঠে।২০১৯ সালের মার্চে এ ঘটনার অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানে অভিযোগের সত্যতা পায় দুদক। সে সময় সীমান্ত কুমার বর্মণ ২০১৯ সালের ১৪ জুলাই ঢোলারহাট এলাকার বিভিন্ন প্রতিষ্ঠানের নামে সরকারি বরাদ্দের চাল বিক্রি করে সরকারি কোষাগারে ২ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা ১০ পয়সা জমা দেন। ওই ঘটনায় দুদক মামলা দায়ের করলে চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়।মামলাটি এখনো তদন্তাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরির আরো নিউজ দেখুন..