দৈনিক প্রত্যয় ডেস্কঃ আজ সোমবার (২৫ মে) পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর সারা দেশে উদযাপন হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তবে করোনা ভাইরাসের কারণে এবার ঈদ অনেকটাই ভিন্নভাবে উদযাপন করা হচ্ছে।
করোনার কারণে জাতীয় ঈদগাহসহ উন্মুক্ত স্থানে ঈদের নামাজের জামাত হচ্ছে না। এ ক্ষেত্রে মুসল্লিরা ঝুঁকি বিবেচনা করে কাছের মসজিদে নামাজ আদায় করছেন।
শারীরিক দূরত্ব বজায় রাখতে প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের ব্যবস্থা করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল ৭টায় শুরু হওয়া জামাত এক ঘণ্টা পর পর চলবে বেলা ১১টা পর্যন্ত। স্বাস্থ্যঝুঁকি এড়াতে ঈদ জামাত শেষে কোলাকুলি ও করমর্দন না করারও আহ্বান জানানো হয়েছে স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে।
ডিপিআর/ জাহিরুল মিলন