নিজস্ব প্রতিনিধি: ইউপি নির্বাচনের তৃতীয় ধাপে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুএকটি বিছিন্ন ঘটনা ছাড়া সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় ।
রবিবার, ২৮ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিকলী উপজেলার ৭টি ইউনিয়নে একযোগে ভোট গ্রহণ চলে।
উপজেলার ৭টি ইউনিয়নে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন সিংপুর ইউনিয়নে নৌকা নিয়ে মোহাম্মদ আলী, স্বতন্ত্র থেকে দামপাড়া ইউনিয়নে মো. আনোয়ার হোসেন, কারপাশা ইউনিয়নে নৌকা নিয়ে মো. তাকি আমান খান, নিকলী সদর ইউনিয়নে নৌকা নিয়ে মো. শাহরিয়ার আহমেদ তুলিপ, জারইতলা ইউনিয়নে নৌকা নিয়ে মো. আফরোজ , গুরুই ইউনিয়নে নৌকা নিয়ে মো. তোতা মিয়া ও ছাতিরচর ইউনিয়নে নৌকা নিয়ে মো. ইয়ার খান চৌধুরী নির্বাচিত হয়েছেন।
দশম ইউনিয়ন পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নিকলী উপজেলার ৫৫ হাজার ৬১৮ জন পুরুষ ভোটার ও ৫৩ হাজার ৩৮০ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।