বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদরের ২১ নং ঢোলারহাট ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অখিল চন্দ্র বর্মনের মনোনয়নপত্র ঋণখেলাপির অভিযোগে বাতিল করা হয়েছে। সোমবার(২৯ নভেম্বর) মনোনয়নপত্র যাচাই বাছাই কালে ঋণখেলাপির অভিযোগে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও রিটানিং অফিসার শরিফুল ইসলাম তার মনোনয়নপত্র বাতিল করেন।
ওই ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে ২১ নভেম্বর মনোনয়ন বোর্ডের সভায় নৌকার প্রতীক পান বর্তমান চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন। কিন্তু তার বিরুদ্ধে জিআর চাল আত্মসাতের অভিযোগে দুদকের মামলা থাকায় ২৪ নভেম্বর বিকেলে তার মনোনয়ন বাতিল করে অখিল চন্দ্র বর্মনকে দলীয় মনোনয়ন দেয় কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড।
এদিকে ঢোলারহাট ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন ৩ জন। তন্মধ্যে যাচাই বাছাইয়ে নৌকার মনোনীত প্রার্থী অখিল চন্দ্র বর্মনের মনোনয়ন বাতিল হওয়ায় এখন সেখানে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন ২জন। তারা হলেন- বর্তমান চেয়ারম্যান ও প্রথমে নৌকার প্রতীক পাওয়া সীমান্ত কুমার বর্মন। তিনি পরবর্তীতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র দাখিল করেন। অপর স্বতন্ত্র প্রার্থী রয়েছেন বিএনপি সমর্থিত সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার মাষ্টার। তিনি ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।৩জন চেয়ারম্যানর প্রার্থীই মাধ্যমিক পর্যায়ের উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।
এ ব্যাপারে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ও রিটানিং অফিসার শরিফুল ইসলাম জানান, মনোনয়নপত্র যাচাই বাছাইকালে ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী অখিল চন্দ্র বর্মনের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: রেজাউল ইসলাম জানান, মনোনয়নপত্র যাচাই বাছাইকালে সদরের ৯জন রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে সাধারণ আসনে ১৬টি, সংরক্ষিত আসনে ১টি এবং চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। সংক্ষুদ্ধ ব্যক্তিরা আগামী ৩ দিনের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার বরাবরে আপিল করতে পারবেন।সেখানেও বাতিল হলে সংশ্লিষ্ট ব্যক্তি মহামান্য হাইকোর্টে আবেদন করতে পারবেন।
এ ব্যাপারে মনোনয়ন বাতিল হওয়া নৌকার মনোনীত প্রার্থী অখিল চন্দ্র বর্মন জানান, আমি ব্যাংক ঋনের ওই টাকা ইতোমধ্যে পরিশোধ করেছি।কিন্তু পরিশোধের কাগজ রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌছানোর কারণে আমার মনোনয়ন বাতিল করা হয়। আমি ২/১ দিনের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তার বরাবরে আপিল করবো। আশা করছি আমি আমার মনোনয়ন ফিরে পাব।
এদিকে মঙ্গলবার (৩০ নভেম্বর) সীমান্ত কুমার বর্মনকে দুদকের মামলা হতে অব্যাহতি দিয়েছে আমুলি আদালত। তদন্তকারী কর্মকর্তা দুদকের ওই মামলায় চুড়ান্ত রিপোর্ট দাখিল করায় আদালত ওই রিপোর্ট গ্রহন করে মামলার সকল আসামীকে অব্যাহতি প্রদান করেন।