জসিম তালুকদার (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রাম আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে আল বাইক হোটেলের দরজা বন্ধ রেখে ভিতরে খাবার পরিবেশন করার অপরাধে হোটেলের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান চৌধুরী।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হাসান চৌধুরী বলেন, সরকারের ঘোষণা অনুযায়ী লকডাউনের শর্ত অমান্য করায় ব্যবসাপ্রতিষ্ঠান, হার্ডওয়্যার, সিএনজি অটোরিকশাকে ১০টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।