ওয়েব ডেস্ক: Sustainable Entrepreneurship for Eco-friendly Development (SEED) একটি সৃজনশীল উদ্ভাবনী উদ্যোগ।
কৈশোরের প্রারম্ভেই সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে পরিচিত হয়—তাওসীফ শাহরিয়ার। প্রখর উপলব্ধি এবং দায়বদ্ধতার অনুভব তাকে ধীরে ধীরে গড়ে তোলে এক সংগঠক হিসেবে। সেই বয়সেই তার মনে জন্ম নেয় সমাজ ও পরিবেশ নিয়ে কিছু করার স্বপ্ন। সময়ের সঙ্গে সঙ্গে সেই চেতনা সুদূরপ্রসারী পরিকল্পনায় রূপ নেয়।
২০২০ সাল সেই স্বপ্নের বাস্তবায়নে সহায়ক হয়ে ওঠে। আত্মনির্ভরশীলতা অর্জন, সামাজিক দায়বদ্ধতা এবং পরিবেশ সুরক্ষার মাধ্যমে একটি সুন্দর আগামীর প্রত্যাশায় তাওসীফ শাহরিয়ার এক ভিন্নধর্মী সংগঠনের পরিকল্পনা করেন। এক বন্ধু আড্ডায় তিনি এই পরিকল্পনার কথা প্রথমে উপস্থাপন করলে তাৎক্ষণিক সম্মতি জানায় মোহাম্মদ ইসমাইল, আবদুল্লাহ আল মামুন ও মোহাইমিন মোস্তফা নাবিল।
পরিকল্পনায় প্রয়োজনীয় পরিমার্জন এনে সমমনা বন্ধুদের জানানো হলে প্রত্যেকেই ইতিবাচক সম্মতি প্রদান করেন। এরই পরিপ্রেক্ষিতে উক্ত উদ্যোগে ক্রমান্বয়ে যুক্ত হন- শারাফাত উল্লাহ তানভীর, আব্দুল আউয়াল মানিক, জয়নাল আবেদীন ছোটন, নুজহাদ আজাদ কাপি, হাবিবুল করিম তানিম, ফরহাদ উদ্দিন ইফতিয়ার, মিনহাজুল ইসলাম মিনার, রাকিবুল হাসান মুরাদ, মোহাম্মদ নেচার উদ্দিন, শাহরিয়ার কবির, মোহাম্মদ আমিনুর রশিদ, সাইফুল ইসলাম, মোহাম্মদ আলী মোরশেদ হোছাইন, সাইফুল্লাহ খালেদ ও মোহাম্মদ আবুল কাশেম।
সকল সদস্যদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সীড পরিনত হয়েছে সনামধন্য এক সংগঠনে।
যা নবাগত অনেক সংগঠনের জন্য রোল মডেল হিসেবে কাজ করছে।
সীড-এর লক্ষ্য ও অগ্রযাত্রা:
প্রতিষ্ঠার পর থেকেই সীড নানাবিধ স্বল্প ও দীর্ঘমেয়াদি কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য:
সদস্যদের মাঝে পারস্পরিক বন্ধন ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলা
দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতা অর্জন
পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও টেকসই উন্নয়ন
হালাল বিনিয়োগের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধির পথ তৈরি
ভবিষ্যৎ কার্যক্রমকে সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের কার্যক্রমকে ছয়টি বিভাগে(শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, দক্ষতা উন্নয়ন, ব্যাবসা ও প্রচার) ভাগ করা হয়েছে, যাতে প্রত্যেক সদস্য নিজের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী অবদান রাখতে পারে। সর্বোপরি সামাজিক প্রতিটি সেক্টরে সমভাবে উন্নয়ন সাধন করতে পারে।
২০২১ সালে Crafting tomorrow, together( একসাথে আগামী গড়ি) স্লোগান নিয়ে যাত্রা শুরু করে। সামাজিক, অর্থনৈতিক এবং পরিবেশগত উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করার লক্ষ্যে কাজ করছে। সমমনা সংগঠন ও সহযাত্রীদের সাথে নিয়ে একতাবদ্ধ প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আত্মনির্ভরশীলতা অর্জন করা এর মূল লক্ষ্য । উদ্যোগটি সদস্যদের আত্ম-উন্নয়ন ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে, পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ভিত্তিতে পরিবেশবান্ধব টেকসই উন্নয়ন সাধন এবং হালাল ব্যবসা পরিচালনার মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের জন্য অনুপ্রাণিত করে।
সাসটেইনেবল অন্ট্রাপ্রেনিউরশীপ ফর ইকো-ফ্রেন্ডলী ডেভেলপমেন্ট (সীড) -এর কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে।
উক্ত পরিষদে মিনহাজুল ইসলাম মিনারকে সভাপতি এবং তাওসীফ শাহরিয়ারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ জুন) সাধারণ পরিষদের অভ্যন্তরীন সভায় ৯ম কার্যকরী পরিষদ অনুমোদন করা হয়। উক্ত সভায় সাধারণ পরিষদ সদস্য বৃন্দ ও ৮ম কার্যকরী পরিষদ সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটির অন্যান্য পদের মধ্যে দপ্তর সম্পাদক হিসেবে সাইফুল্লাহ খালেদ এবং কোষাধ্যক্ষ হিসেবে মোহাম্মদ আবুল কাশেম দায়িত্ব পালন করবেন।