আন্তর্জাতিক ডেস্ক: ইরানের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। এ হামলায় ড্রোন, রকেট, লোটারিং গোলাবারুদ ও স্ট্যান্ড-অফ অস্ত্র ব্যবহার করা হয়েছে। পাকিস্তানের আইএসপিআর এ তথ্য জানিয়েছে।
ইরানে সন্ত্রাসীদের লক্ষ্য করে হামলা চালানোর সময় বেসামরিক হতাহতের দিক বিবেচনায় সতর্কতা অবলম্বন করা হয়েছে বলেও জানানো হয়।
বালুচিস্তানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দুদিন যেতে না যেতেই এই হামলা চালায় পাকিস্তান।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে ইরানের সিস্তান-ও-বালুচিস্তান প্রদেশে ‘সন্ত্রাসী ঘাঁটিতে’ হামলা চালিয়েছে পাকিস্তান।
পাকিস্তানের হামলায় চার শিশুসহ ৯ জন নিহত হয়েছেন এবং তারা সবাই বিদেশি নাগরিক। ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমদ ওয়াহিদী দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে নিউজিল্যান্ডের দাভোস শহরে অবস্থান করছেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার। কিন্তু ইরানের সঙ্গে চলমান উত্তেজনার কারণে তিনি এই সফর সংক্ষেপ করে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন।
সূত্র: জিও নিউজ