সাইদুল ইসলাম, কাউনিয়া: রংপুরের কাউনিয়ায় সন্ত্রাস, মাদক, জুয়া নির্মুল ও নারীর প্রতি সহিংসতা বন্ধ সহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা তারিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।
বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক , মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম এ হান্নান,থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিমুর রহমান সেলিম ,উপজলা প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনসার আলী, কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হোসেন সরকার,হারাগাছ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাকিবুল ইসলাম পলাশ, ফায়ার সার্ভিস ইনচার্জ শাহিন হোসেন সহ উপজেলার বিভিন্ন সাংবাদিকবৃন্দ ।