একটি নাম,একটি ফিরে আসার গল্প,পানকৌড়ির রক্ত থেকে বখতিয়ারের ঘোড়া হয়ে ওঠার এক অবিস্মরণীয় গল্প।
সোনালি কাবিন থেকে পরিবর্তিত হয়ে মায়াবী পর্দা দুলে ওঠার এক রোমাঞ্চকর যাত্রার নাম প্রিয় কবি মীর আবদুস শুকুর আল মাহমুদ।
এক অবিশ্বাসী আত্মা থেকে বিশ্বাসীতে পরিণত হয়েছিলেন কবি আল মাহমুদ। বলা চলে এ পরিবর্তনই কবির জীবনপথকে চিরতরে পরিবর্তন করে দিয়েছে। কবি অবিশ্বাসী ঘরানায় থেকে গেলে আজ হয়তো তাঁকে বাংলা সাহিত্যের কালজয়ী সেরা সাহিত্যিকদের একজন হিসেবে সকলেই স্বীকৃতি দিতো।
কিন্তু কবি নিজের স্বীকৃতির চেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন নিজের বিশ্বাসকে, নিজের চেতনা এবং বোধকে।
কবির এ বোধ একটি শাদা পাখির রূপ ধরে লোকে-লোকান্তরে ছড়িয়ে পড়ুক, বিশ্বাসীদের জন্য প্রেরণা হয়ে থাকুক কাল থেকে কালান্তরে।
জন্মদিনের শুভেচ্ছা রইলো
হে বখতিয়ারের ঘোড়ার সওয়ারী কবি আল মাহমুদ।
[ জসিম তালুকদার কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সদস্য, সমন্বয়কারী বৃহত্তর চট্টগ্রাম জেলা ও সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা -বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ]