সাইদুল ইসলাম, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : বিশ্বস্বাস্থ্য সংস্থার পরামর্শ এবং জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায় আসুন আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলি এবং সকলে মাস্ক পরিধান করে করোনাকে জয় করি।
বৃহস্পতিবার (২০মে) রংপুরের কাউনিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে সাধারন মানুষ ও নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এ আহ্বান জানান বাণিজ্যমন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশী এমপি।
দিনব্যাপী সফরের অংশ হিসেবে তিনি সকালে উপজেলার কুর্শা ইউনিয়ন, টেপামধুপুর ইউনিয়নের সাধারন মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করে কাউনিয়া বালাপাড়া ইউনিয়নের সাধারন মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন কাউনিয়া মহিলা কলেজ মাঠে।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন রংপুর জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, সাবেক পৌর মেয়র হাকিবুর রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা নিবার্হী কর্মকর্তা তাহমিনা তারিন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক হিরা সরকার, বালাপাড়া ইউনিয়ান আওয়ামীলীগের সভাপতি ও বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, সাধারন সম্পাদক দিলদার আলী ও প্রমুখ।
এরপর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী উপজেলার শহীদবাগ, হারাগাছ, সারাই ইউনিয়ন এবং হারাগাছ পৌর মেয়র এরশাদুল হককে সঙ্গে নিয়ে সাধারন মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় তিনি প্রতিটি ইউনিয়নের সকল মসজিদের ঈমাম, মুয়াজ্জিন এবং অসহায় মানুষের মাঝে বস্ত্র বিতরন করেন। এছাড়াও মৎস্য অধিদপ্তরের অর্থায়নে প্রতিটি ইউনিয়নের একজন করে কর্মীর মাঝে সাইকেল বিতরণ করেন।