আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় গণকবরের সন্ধান পাওয়া গেছে। এ ব্যাপারে একটি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।
উত্তর গাজার হামাদ স্কুলের কাছে ‘কালো প্লাস্টিকের ব্যাগে’ অন্তত ৩০টি মরদেহ পাওয়া গেছে। তাদের হত্যার জন্য ইসরায়েলি বাহিনীকে দায়ি করেছেন ফিলিস্তিনি কর্মকর্তারা।
ফিলিস্তিনের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে একটি আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে গাজায় তাদের ভ্রমণের আহ্বান জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছেন, নিহতদের চোখ বেঁধে নির্যাতন ও ও হত্যা করে ব্যাগে রাখার হয়।
এদিকে গাজায় অব্যাহত হামলা পুরো অঞ্চলের জন্য হুমকি বলে মন্তব্য করেছেন কাতারের প্রধানমন্ত্রী। তিনি সতর্ক করে বলেছেন, শিগগির গাজায় যুদ্ধ বন্ধ না হলে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বাড়বে।
ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, খান ইউনিসে আল-আমাল হাসপাতালে অভিযান পরিচালনাকালে ব্যাপক গুলি চালিয়েছে ইসরায়েল।
ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের অস্থায়ী পদক্ষেপ বাস্তবায়নের জন্য গাজায় একটি যুদ্ধবিরতি অবশ্যই প্রয়োজন।
তাছাড়া ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন, ৬৫ হাজার ৯৪৯ জন।
সূত্র: আল-জাজিরা