জসিম তালুকদার (চট্টগ্রাম): কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসী হামলায় নিজ বাড়িতে তিন ভাই গুলিবিদ্ধের ঘটনায় দুই রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬ পিবিএন)।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. ফজল হক (৫০) ও হামিদা খাতুন (২৫)। তারা টেকনাফ ২৭ নম্বর জাদিমুরা ক্যাম্পের সি/৮ ব্লকের বাসিন্দা।
শনিবার (৩ জুলাই) মধ্যরাতে টেকনাফ ২৭ নম্বর জাদিমুড়া ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি শনিবার বিকেলে সত্যতা নিশ্চিত করেছেন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ১৬ পিবিএনের অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা হলেন তিন বাংলাদেশি ভাইকে গুলি করে আহত করার ঘটনায় অভিযুক্ত আসামি।
শনিবার মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে টেকনাফ নেচার পার্কের উত্তরে ব্লক-সি/৮ জাদিমুড়া ক্যাম্প ২৭ এলাকা
থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে, ওই ক্যাম্পের সি/৮ ব্লক এলাকায় স্থানীয় হাবিবুর রহমানের বাড়িতে ৩০ জুন বুধবার ভোররাতে হামলা চালায় হাসেমুল্লা, নুরু, আবু তাহের কালুসহ কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী।
তারা হাবিবুরের পরিবারের সদস্যদের মারধর করে। এক পর্যায়ে এলোপাতারি গুলি চালিয়ে পালিয়ে যায়।এতে গুলিবিদ্ধ হন হাবিবুরের তিন ছেলে।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার চিকিৎসকরা তাদের কক্সবাজার সদর হাসপাতালে রেফার করেন। তারা সেখানেই ভর্তি আছেন।
এই ঘটনায় টেকনাফ থানায় মামলা করেন আহতদের পরিবার। যার নং-৯২/৫২১,তারিখ-৩০/০৬/২০২১।
তিনি আরো জানান, গ্রেপ্তার আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।