নরসিংদী প্রতিনিধি : ঢাকা সিলেট মহা সড়কের মাধবদী থানাধীণ কান্দাইল বাসস্ট্যান্ডে মালবাহী কাভার্ড ভ্যান উল্টে ২জন নিহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে একজন রিক্সাচালক ও অপরজন একই রিক্সার যাত্রী।
শুক্রবার(০২ জুলাই) বেলা আনুমানিক সাড়ে দশটার দিকে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে।
নিহতরা হল, রিক্সাচালক সাব্বির হোসেন (১৮)। সে কান্দাইল গ্রামের পশ্চিম পাড়া সংলগ্ন বেপারিপাড়ায়। এবং অপর জন হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার গাজিরচর গ্রামের নূরুল ইসলামের ছেলে ফারিকুল ইসলাম।
স্থানীয়রা জানায়, ঘটনার আগমূহুর্তে সাব্বিরের রিক্সাযোগে ছনপাড়া হতে ইপিজেড এর দুই শ্রমীক কান্দাইল বাসস্ট্যান্ডের একটি গাড়ি মেরামত করার গ্যারেজ এ ব্যাটারি চার্জ করার জন্য ব্যাটারি নিয়ে আসে। গ্যারেজটি সে সময় বন্ধ থাকায় রিক্সা হতে নেমে একজন বাজারের ভীতরে অন্য দোকানে গ্যারেজ মালিকের খোঁজ করতে যায়। আর ফারিকুল ইসলাম ও রিক্সাচালক সাব্বির হোসেন ঢাকা -সিলেট মহাসড়কের পাশে রিক্সা থামিয়ে গ্যারেজ মালিকের অপেক্ষায় থাকে।
এমন সময় হঠাৎ এক্সসেনসিভ এক্সপ্রেস কোম্পানীর একটি মালবাহী কাভার্ট ভ্যান (নং ঢাকা মেট্রো ঢ- ১১-০৬৭২) চট্রগ্রাম হতে নরসিংদী দিকে যাবার পথে ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে অপেক্ষমান রিক্সার উপর উল্টে পড়ে চাপা দেয়। ফলে, মর্মান্তিক এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যূ হয়। এবং রিক্সাটি মাটির সাথে পিসে যায়।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, দূর্ঘটনার স্থান হতে ৫০ গজ দুরে ঢাকা -সিলেট মহা সড়কের রোড ডিভাইডার রয়েছে। সকালের বৃষ্টিতে সড়কটি স্যাঁত স্যাঁতে ভেঁজা থাকায় কাভার্ড ভ্যানটি রোড ডিভাইডার অতিক্রম করার কালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ঢলে পড়লে এ দূর্ঘটনা ঘটে।
খবর পেয়ে মাধবদী হতে ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে।