এম. শরীফ হোসেন ( নরসিংদী প্রতিনিধি) :
মঙ্গলবার (১১ মে) বাদ আসর নরসিংদীর মাধবদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাধবদী থানাপ্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাজারের রাইন ওকে মার্কেটের তৃতীয় তলায় মাধবদী থানা প্রেসক্লাবের কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
করোনা ভাইরাসের কারণে সীমিত পরিসরে আয়োজিত এ আলোচনা, ইফতার ও দোয়া মাহফিলে দৈনিক মানবজমীন এর মাধবদী প্রতিনিধি ও ক্লাবের সভাপতি আল-আমিন সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী বাজারের দেওয়ান হাসপাতালের স্বত্বাধীকারী আব্দুর রব দেওয়ান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী ক্লাব লিমিটেডের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জুয়েল।
মাধবদী থানাপ্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও এশিয়ান টিভির মাধবদী প্রতিনিধি নূরে আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মাধবদী থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার মাধবদী প্রতিনিধি আল-আমিন সরকার, সিনিয়র সহ-সভাপতি আনিছুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি খন্দকার শাহিন, কোষাধ্যক্ষ ও দৈনিক অধিকার পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আহসান হাবীব রোমান, নির্বাহী সদস্য ও বিটিভির সাঙ্কেতিক উপস্থাপক আরিফুল ইসলাম,ক্রীড়া সম্পাদক ও দৈনিক জবাবদিহি পত্রিকার মাধবদী প্রতিনিধি সিদ্দিকুর রহমান ঈমন প্রমুখ ।
এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি ওবায়দুর রহমান মাসুম,আইন বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান মানিক,প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস,সমাজ কল্যাণ সম্পাদক রাকিবুল হাসান জয়, দপ্তর সম্পাদক আওলাদ হোসেন, নির্বাহী সদস্য গোলাপ মিয়া, মোক্তার হোসেন, আলাউদ্দিন আলাল, মুফতি ওবায়েদ উল্লাহ, নাহিদ প্রধান ও সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাধবদী বাজার পুরাতন বাসস্ট্যান্ড জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা ঈসা দেওয়ান।